thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই 25, ১ শ্রাবণ ১৪৩২,  ২১ মহররম 1447

সুন্দরবনে বাঘ শুমারি পিছিয়েছে

২০১৩ অক্টোবর ২০ ১৮:০৩:১২ ০০০০ 00 ০০ ০০:০০:০০
সুন্দরবনে বাঘ শুমারি পিছিয়েছে
খুলনা সংবাদদাতা : ভারতীয় বিশেষজ্ঞ দল নির্ধারিত সময়ে না আসায় সুন্দরবনে বাঘ শুমারি পিছিয়েছে। ২০ অক্টোবর থেকে এই শুমারি হওয়ার কথা ছিল। ২৫ অক্টোবর শুমারি শুরু হবে।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনা কার্যালয় সূত্রে জানা গেছে, ভারতীয় বিশেষজ্ঞ টিম আগামী ২৪ অক্টোবর খুলনায় এসে পৌঁছবে। পরের দিন আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হবে। ভারতীয় বিশেষজ্ঞ দলের বনে ছবি তোলার মাধ্যমে বাঘ গণনার কাজে অভিজ্ঞতা আছে। তাদের সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই বাঘ গণনা করা হবে।

ওই সূত্র আরও জানায়, বাঘের অস্তিত্ব রক্ষা ও বন্য প্রাণী সংরক্ষণে আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। বিশ্বব্যাংক এই প্রকল্পে চলতি অর্থবছরে ৩০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। সুন্দরবনে ৮৯টি কাডবেগ ইনফ্লারেড ক্যামেরায় স্বয়ংক্রীয় পদ্ধতিতে বাঘের ছবি ধারণ করা হবে। একটি ক্যামেরা ৩০০ বর্গকিলোমিটার এলাকার ছবি ধারণ করতে পারবে। একটি পয়েন্টে স্বয়ংক্রীয় ক্যামেরার অবস্থানকাল হবে ২০ দিন। ছবিগুলো বিশ্লেষণের পর সুন্দরবনের বাঘের সংখ্যা নিরূপণ করা যাবে।২০০৪ সালে ইউএনডিপি ও বনবিভাগের যৌথ উদ্যোগে সর্বশেষ শুমারি অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা ৪৪০টি।

বনে ক্যামেরা স্থাপনের ব্যাপারে স্থানীয় বন কর্মচারীদের এপ্রিল মাসের শেষ দিকে প্রশিক্ষণ দেওয়া হয়। ওয়ার্ল্ড লাইফ ইনস্টিটিউট অব ইন্ডিয়ার জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ওয়াই বি ঝালা ও একই প্রতিষ্ঠানের বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. কামাল কোরাইশির নেতৃত্বে বিশেষজ্ঞ দল ওই প্রশিক্ষণ দেয়।

বন বিভাগের রেকর্ড অনুযায়ী ১৯৮২ সালে সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা ছিল ৪৫৩টি। ১৯৮৫ সালের জরিপ অনুযায়ী বাঘের সংখ্যা ৪৫০টি। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থায় এফএও’র বিশেষজ্ঞদের মতে ৯৪ সালের জরিপ অনুযায়ী বনের বাঘের সংখ্যা ছিল ৩৬৯টি।

(দি রিপোর্ট২৪/আইজেকে/ এমডি/ অক্টোবর ২০, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

পরিবেশ প্রতিবেশ এর সর্বশেষ খবর

পরিবেশ প্রতিবেশ - এর সব খবর