thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১৬ পৌষ ১৪৩১,  ২৯ জমাদিউস সানি 1446

শীর্ষ তিন তালেবান নেতাকে মুক্তি দিল পাকিস্তান

২০১৩ নভেম্বর ২৭ ০৫:৫২:১২
শীর্ষ তিন তালেবান নেতাকে মুক্তি দিল পাকিস্তান

দ্য রিপোর্ট ডেস্ক: পাকিস্তানের সরকার মঙ্গলবার শীর্ষ তিনজন তালেবান নেতাকে মুক্তি দিয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছে, আফগানিস্তানের সঙ্গে শান্তি আলোচনায় গতি দিতে তারা এই পদক্ষেপ গ্রহণ করেছে। খবর দ্য ডনের।

তারা আরো জানান, মুক্তি পাওয়া ওই ব্যক্তিদের মধ্যে মোল্লা ওমরের সাবেক উপদেষ্টা মোল্লা আব্দুল আহাদ জাহাঙ্গীরওয়ালও রয়েছেন। এছাড়া হেলমান্দ প্রদেশের তালেবান সরকারের সাবেক গভর্নর মোল্লা আব্দুল মান্নান এবং মোল্লা ইউনুস নামের সাবেক এক সামরিক কমান্ডারকেও মুক্তি দেওয়া হয়েছে।

এদিকে আফগানিস্তানের একজন কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তান অক্টোবরে অনেকটাই চুপিসারে নিম্নসারির প্রায় ১২ জন তালেবান নেতাকে মুক্তি দিয়েছে। এক সপ্তাহ আগেই আফগানিস্তানের একটি প্রতিনিধি দল পাকিস্তানে এসেছিলেন। এসময় ওই প্রতিনিধি দলটি তালেবানের সাবেক দ্বিতীয় শীর্ষ নেতা মোল্লা আব্দুল ঘানি বারাদার সঙ্গে সাক্ষাত করে। ধারণা করা হচ্ছে, শান্তি আলোচনার অংশ হিসেবে প্রতিনিধি দলটি ওই তালেবান নেতার সঙ্গে সাক্ষাত করেছিল।

এর আগে দীর্ঘদিন বন্দি থাকার পর পাকিস্তান গত সেপ্টেম্বর তালেবানের সাবেক দ্বিতীয় শীর্ষ এই নেতাকে মুক্তি দিয়েছিল। কয়েকজন কর্মকর্তা আশা প্রকাশ করছেন যে, তিনি শান্তি আলোচনা শুরুর ব্যাপারে সাহায্য করবেন, যদিও অপর কর্মকর্তা এতে সন্দেহ পোষণ করেছেন।

আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনা শুরু করার অংশ হিসেবে এক বছরে পাকিস্তান ৪০ জনেরও বেশি তালেবান বন্দিকে মুক্তি দিয়েছে।

(দ্য রিপোর্ট/আদসি/ডব্লিউএস/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর