thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি 25, ১৯ পৌষ ১৪৩১,  ২ রজব 1446

চীনের বিশেষ প্রতিরক্ষা অঞ্চলে মার্কিন বোমারু বিমান

২০১৩ নভেম্বর ২৭ ০৭:১০:১৬
চীনের বিশেষ প্রতিরক্ষা অঞ্চলে মার্কিন বোমারু বিমান

দ্য রিপোর্ট ডেস্ক: পূর্ব চীন সাগরের আকাশসীমায় চীনের নতুন ‘বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে’ দুটি মার্কিন বি-৫২ বোমারু বিমান উড়তে দেখা গেছে। এর আগে চীন ওই সীমানা নির্ধারণ করে বলেছিল, যদি কেউ সেখানকার আকাশসীমায় প্রবেশ করে তাহলে তাকে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে। খবর বিবিসির।

পেন্টাগনের সামরিক মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন বলেন, সেনকাকু অঞ্চলে আমাদের দুটি বিমান স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করেছে। তিনি বলেন, এটি আমাদের স্বাভাবিক কার্যক্রমের অংশ। তাই আমরা আগে থেকে কোনো রেডিও সিগন্যাল দেইনি, এমনকি কোনো ফ্রিকোয়েন্সিও নিবন্ধন করিনি।

এর আগে শনিবার চীন সরকার পূর্ব চীন সাগরের আকাশসীমায় ‘বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চল’ প্রতিষ্ঠা করেছে বলে ঘোষণা দেয়। তবে মার্কিন বিমান দুটি ওই অঞ্চলের প্রবেশের বিষয়ে চীন এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

পূর্ব চীন সাগরের চীন বিশেষ অঞ্চল প্রতিষ্ঠার পর থেকে সেখান দিয়ে চলাচলের সময় সব বিমানই দেশটির আইন মানতে বাধ্য। তা নাহলে চীন যেকোনো বিমানকে নামিয়ে তল্লাশি করতে পারবে।

(দ্য রিপোর্/আদসি/ডব্লিউএস/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর