thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১৬ পৌষ ১৪৩১,  ২৯ জমাদিউস সানি 1446

‘নিউইয়র্কের ২০ ভাগ শিশু পর্যাপ্ত খাবার পায় না’

২০১৩ নভেম্বর ২৭ ১০:০৪:২৭
‘নিউইয়র্কের ২০ ভাগ শিশু পর্যাপ্ত খাবার পায় না’

দ্য রিপোর্ট ডেস্ক : নিউইয়র্ক শহরের শতকরা ২০ ভাগ শিশুই পরিবার থেকে পর্যাপ্ত খাদ্যের সরবরাহ পায় না। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

নিউইয়র্ক সিটি কোয়ালিশন অ্যাগেনেস্ট হাঙ্গারের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কের ধনকুবের ও সাধারণ মানুষদের মধ্যে ব্যাপকমাত্রায় বৈষ্যমের প্রমাণ পাওয়া গেছে।

মার্কিন অর্থনীতির নাজুক অবস্থা, বাজেট সংকট ও গত বছর হ্যারিকেন স্যান্ডির তাণ্ডবে হাজার হাজার মানুষ এখন পর্যন্ত গৃহহারা থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

এতে আরও বলা হয়, প্রতি ছয়জনে একজন নিউইয়র্কবাসী অর্থাৎ নিউইয়র্কের ১৩ থেকে ১৪ লাখ মানুষ এমন পরিবারে বাস করে যেখানে পর্যাপ্ত খাদ্য নেই।

সংস্থাটির নির্বাহী পরিচালক জোয়েল বার্গ জানিয়েছেন, ভবিষ্যতে ঘাটতি বাজেট প্রণয়ন করা হলে পরিস্থিতি আরো খারাপ হবে।

তিনি বলেন, ‘একদিকে ধনী ব্যক্তি ভোজনবিলাস করছে, অন্যদিকে আমাদের ছয়জন প্রতিবেশীর মধ্যে একজন ক্ষুধার বিরুদ্ধে লড়াই করছে। সম্প্রতি এই পরিস্থিতি আরো খারাপ আকার ধারণ করেছে। আমাদের সবার একসঙ্গে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে।’ সূত্র: এএফপি।

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর