thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

২০১৩ নভেম্বর ২৭ ১১:৩১:৪৪
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

গাজীপুর সংবাদদাতা : গাজীপুরের রাজেন্দ্রপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

পুলিশ জানায়, বুধবার সকাল সোয়া ৬টার দিকে বেসরকারি প্রতিষ্ঠান নেসলে বাংলাদেশ লিমিটেডের দুই কর্মী ফখরুল আলম (৪০) ও আবুল খায়ের (৪৫) মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি রাজেন্দ্রপুরের হালডুবা এলাকায় পৌঁছলে একটি গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

নিহত ফখরুল আলম নেসলেতে অপারেটর ও আবুল খায়ের কেমিষ্ট হিসেবে কর্মরত ছিলেন।

হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই রিয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(দিরিপোর্ট/এমএমএফ/এফএস/জেএম/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর