thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি 25, ১৯ পৌষ ১৪৩১,  ২ রজব 1446

গায়ক প্রিন্স উইলিয়াম

২০১৩ নভেম্বর ২৭ ১১:৪০:৪৯
গায়ক প্রিন্স উইলিয়াম

দ্য রিপোর্ট ডেস্ক : ডিইক অব ক্যামব্রিজ প্রিন্স উইলিয়ামের অনেক গুণের কথা জানা থাকলেও তিনি যে গানও গাইতে পারেন তা হয়তো জানাতেন না অনেকেই।

রীতিমত মঞ্চে উঠে গান গাইলেন ব্রিটিশ রাজপুত্র। তবে, তার সহশিল্পীরাও মোটেও ফেলনা নয়। জন বন জোভি ও টেইলর সুইফের মতো মার্কিন ব্যান্ড সংগীতের কিংবদন্তির সঙ্গে গলা মেলালেন উইলিয়াম।

কেসিংটন প্যালেসে আয়োজিত উইন্টার হোয়াইট গালা ইভেন্টে ‘লিভিং অন এ প্লেয়ার’ গানটিতে সুইফট-জোভির সঙ্গে যোগ দেন উইলিয়াম।

ওই অনুষ্ঠানে দাতব্য তহবিল সংগ্রহও করা হয়। সূত্র: বিবিসি।

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর