thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি 25, ১৯ পৌষ ১৪৩১,  ২ রজব 1446

ডাইনোসরের দাম পাঁচ লাখ ডলার!

২০১৩ নভেম্বর ২৭ ১১:৪১:২০
ডাইনোসরের দাম পাঁচ লাখ ডলার!

দ্য রিপোর্ট ডেস্ক : ডাইনোসর কিনতে চান? কিন্তু চাইলেই তো আর পাওয়া যাবে না। ডাইনোসর তো সেই কবেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে।

তবে জ্যান্ত ডাইনোসর না পেলেও ডাইনোসরের হাড়গোড় আপনি ঠিকই পেতে পারেন। আর জন্য আপনাকে গুণতে হতে পারে পাঁচ লাখ মার্কিন ডলারেরও বেশি।

ইংল্যান্ডের ওয়েস্ট সাসেক্সের সামার প্যালেসে বুধবার নিলামে তোলা হবে ১৫০ মিলিয়ন বছর আগের জুরাসিক যুগের ডাইনোসরের প্রায় অক্ষত কঙ্কাল। কঙ্কালটির পাঁচ লাখ মার্কিন ডলারেও বেশি দামে বিক্রি হতে পারে বলে আশা করছেন নিলামকারীরা।

এর আগে, মঙ্গলবার নিউইয়র্কের নিলামকারী প্রতিষ্ঠান সোথেবিতে ১৪১ লাখ ছয় হাজার মার্কিন ডলারে বিক্রি হয় ব্রিটিশ শাসিত আমেরিকার প্রথম মুদ্রিত ও ইংরেজি ভাষার বই ‘দ্য বে সাম বুক’। সূত্র: বিবিসি, সিএনএন।

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর