thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

সঙ্কট সমাধানে রাষ্ট্রপতির উদ্যোগের আশায় বিএনপি

২০১৩ নভেম্বর ২৭ ১১:৩৫:৪৭
সঙ্কট সমাধানে রাষ্ট্রপতির উদ্যোগের আশায় বিএনপি

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাষ্ট্রপতি আবদুল হামিদ সঙ্কট নিরসনে উদ্যোগ নেবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, ‘চলমান রাজনৈতিক সংকট নিরসনে রাষ্ট্রপতি দেশের অভিভাবক হিসেবে একটি উদ্যোগ নিতে পারেন। আমরা এটা আশা করছি তিনি হয়তো উদ্যোগ নিবেন।’

১৮ দলের ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন বুধবার সকালে নয়াপলণ্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা প্রত্যাখ্যান করে এবং তা স্থগিতের দাবিতে এ অবরোধ চলছে।

রিজভী আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী পদত্যাগ করে সব দলের অংশগ্রহণের জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা হলেই কেবলমাত্র দেশে সুষ্ঠ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হতে পারে। বর্তমান অবৈধ সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচন হবে না এবং বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্নই আসে না। যারা এ ধরনের কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায় তারা একতরফা নির্বাচনের এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবে এসব কথা বলে।’

তিনি বলেন, ‘আন্দোলনে সমর্থনকারীদের ওপর সরকারিবাহিনী ও তাদের গুন্ডাবাহিনীর নির্যাতন অব্যাহত আছে। সরকার বিরোধীদলের ওপর নির্যাতন করে নেতাকর্মীদের মাটিতে মিশিয়ে দিতে চাচ্ছে। সরকার বিরোধীদলের শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে এখনও তাদের স্বৈরতান্ত্রিক মনোভাব পোষণ করে নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে।’

সরকারের কাছে দেওয়া বিরোধী দলের দাবিগুলোর বিষয়ে অগ্রগতি জানতে পুনরায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব চিঠি দিয়েছেন বলে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘এটা সম্পূর্ণ অসত্য, মিথ্যা, বানোয়াট। বিএনপির বিরেুদ্ধে এটা সরকারের কুট কৌশলের অংশ।

সারাদেশে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অবরোধ পালন করছে বলে দাবি করেন তিনি।

এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েতন করা হয়েছে। পাশিপাশি র‌্যাবের উপস্থিতিও লক্ষণীয়। এ ছাড়া সাদা পোশাক পরিহিত পুলিশ কার্যালয়ের মূল ফটকেই অবস্থান করছে।

(দ্য রিপোর্ট/এমএইচ/এমসি/জেএম/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর