thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সাতক্ষীরায় বিএনপি নেতা আটক

২০১৩ নভেম্বর ২৭ ১২:২০:১৬
সাতক্ষীরায় বিএনপি নেতা আটক

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সদর উপজেলার আলিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফকে (৫২) আটক করেছে পুলিশ।

বাঁকাল চেকপোস্ট এলাকার নিজবাড়ি থেকে মঙ্গলবার রাত ১০টায় তাকে আটক করা হয়।

আটকের পর তাকে সদর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ এ সময় তার বাড়ি থেকে আরও ৩ জনকে আটক করে।

সাতক্ষীরা পুলিশ সুপার মোল্লা মো. জাহাঙ্গীর হোসেন অভিযানের নেতৃত্ব দেন। তিনি বলেন, ‘নাশকতা ও সহিংসতা এড়াতে অভিযান চলবে।’

এদিকে একই সময়ে জেলা বিএনপির স্থগিত কমিটির সাধারণ সম্পাদক সাবেক পিপি এড. সৈয়দ ইফতেখার আলীর শহরের কামালনগরের বাড়িতে অভিযান চালায় পুলিশ। তাকে বাড়িতে পাওয়া যায়নি।

খুলনা রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান সাতক্ষীরায় অবস্থান করে অভিযান তদারকি করছেন বলে পুলিশের একটি সুত্র জানিয়েছেন।

(দ্য রিপোর্ট/এমআরইউ/এমসি/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর