thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

শাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের সভা চলছে

২০১৩ নভেম্বর ২৭ ১২:২০:৪৯
শাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের সভা চলছে

সিলেট সংবাদদাতা : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সমন্বিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিষয়ে একাডেমিক কাউন্সিলের সভা শুরু হয়েছে। বুধবার সকাল ১১টায় এ সভা শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ভবনে এ সভা চলছে। ঘণ্টা দুয়েকের মধ্যেই সমন্বিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে বলে দ্য রিপোর্টকে একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে। তবে সেক্ষেত্রে সমন্বিত ভর্তি পরীক্ষা ৩০ নভেম্বর হচ্ছে না।

এদিকে সকাল ১০টা থেকেই আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা শাবিপ্রবি’র রেজিস্টার ভবনের সামনে এসে জড়ো হয়েছেন। একাডেমিক কাউন্সিলের সভায় সমন্বিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিষয়ে কী সিদ্ধান্ত হয় তা জানতেই আন্দোলনকারীরা সমবেত হয়েছেন।

এর আগে মঙ্গলবার দুপুর ২টায় শাবিপ্রবি ও যবিপ্রবি’র সমন্বিত ভর্তি পরীক্ষা স্থগিত করে প্রশাসন। এর প্রতিবাদে বিকেল ৫টায় পদত্যাগ করে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহম্মদ জাফর ইকবাল। পরে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে পদত্যাগ করেন পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. ইয়াসমিন হক। এর পরপরই অন্য শিক্ষকরাও পদত্যাগের হুমকি দেন। এ নিয়ে উত্তাল হয়ে উঠে শাবিপ্রবি ক্যাম্পাস। পরে রাত ১১টায় শাবিপ্রবি ভিসি প্রফেসর ড. আমিনুল হক ভূঁইয়ার আশ্বাসে কিছুটা নমনীয় হন আন্দোলনকারীরা।

(দ্য রিপোর্ট/এমজেসি/ডব্লিউএস/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর