thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সিলেটের বিশ্বনাথে বিএনপির হরতাল চলছে

২০১৩ নভেম্বর ২৭ ১২:৩০:৪৮
সিলেটের বিশ্বনাথে বিএনপির হরতাল চলছে

সিলেট সংবাদদাতা : আটক নেতাদের মুক্তির দাবিতে সিলেটের বিশ্বনাথ উপজেলায় বিএনপির ডাকা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে।

বুধবার সকাল সোয়া ১০টায় বিশ্বনাথ নতুন বাজার থেকে স্থানীয় বিএনপি নেতারা একটি মিছিল বের করেন। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

হরতালের সমর্থনে সদরের বিভিন্ন সড়কে বিএনপির নেতাকর্মীরা মিছিল করেছে। টায়ারে আগুন জ্বালিয়ে তারা রাস্তায় অবরোধের সৃষ্টি করে। পরে পুলিশ এসে হরতাল সমর্থনকারীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

বিশ্বনাথ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হোসেন দ্য রিপোর্টকে বলেন, ‘১৮ দলের নেতাকর্মীরা সদরে একটি মিছিল বের করে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের বিশেষ নজরধারী রয়েছে।

(দ্য রিপোর্ট/এমজেসি/এফএস/এমসি/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর