thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি 25, ১৯ পৌষ ১৪৩১,  ২ রজব 1446

মার্কিন বোমারু বিমানের ওপর চীনের নজরদারি

২০১৩ নভেম্বর ২৭ ১৩:৩২:২৪
মার্কিন বোমারু বিমানের ওপর চীনের নজরদারি

দ্য রিপোর্ট ডেস্ক : চীনের ‘বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চল’-এ প্রবেশ করা মার্কিন বোমারু বিমান বি-৫২ এর ওপর নজর রাখছে চীন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।

চীনের নতুন প্রতিরক্ষা আইন লঙ্ঘন করে দেশটির কর্তৃপক্ষকে না জানিয়েই পূর্ব চীন সাগরে বিতর্কিত দ্বীপের ওপরে ‘বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চল’-এ প্রবেশ করে দুইটি মার্কিন বোমারু বিমান।

এদিকে, মার্কিন বোমারু বিমান স্বাভাবিক নিয়ম মেনেই ওই আকাশসীমায় প্রবেশ করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া চীনের সঙ্গে তাদের যুদ্ধে জড়ানোর কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এই আকাশসীমা নিয়ন্ত্রণ করার ক্ষমতা তাদের আছে।

জাপান ও যুক্তরাষ্ট্র চীনের এই ‘বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চল’ ঘোষণার তীব্র বিরোধীতা করেছে।

শনিবার চীন সরকার পূর্ব চীন সাগরের আকাশসীমায় জরুরি প্রতিরক্ষা বিধি মেনে চলতে ‘বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চল’ প্রতিষ্ঠা করার ঘোষণা দেয় চীন।

পূর্ব চীন সাগরের ওই দ্বীপপুঞ্জ নিয়ে চীন ও জাপানের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে। ওই দ্বীপপুঞ্জটি চীনের কাছে সেনকাকু ও জাপানের কাছে দিয়াওউ নামে পরিচিত। সূত্র: বিবিসি।

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর