thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ভিসা-নিরাপত্তা নিয়ে ইসির বৈঠক বৃহস্পতিবার

২০১৩ নভেম্বর ২৭ ১৩:৪৩:৪৪
ভিসা-নিরাপত্তা নিয়ে ইসির বৈঠক বৃহস্পতিবার

দ্য রিপোর্ট সিনিয়র প্রতিবেদক : দশম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিদেশী পর্যবেক্ষক ও সাংবাদিকদের ভিসা, নিরাপত্তা, স্বাস্থ্য সহায়তাসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করার লক্ষে বৃহস্পতিবার বৈঠক বসবে নির্বাচন কমিশনে। বিকেল সাড়ে ৩টায় কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পররাষ্ট্র, তথ্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব, প্রধান তথ্য কর্মকর্তা, বিটিআরসির চেয়ারম্যান প্রমুখ উপস্থিত থাকার কথা রয়েছে।

কমিশনের পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান এ তথ্য জানান।

বৈঠকে ১২টি বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। আগামী নির্বাচনে বিদেশী পর্যবেক্ষকদের আমন্ত্র্রণ, আবেদন প্রক্রিয়া, ভিসার ধরণ ও প্রক্রিয়া, অনুমতি, পরিচয়পত্র প্রদান, তথ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে সেল গঠন, বিদেশী সাংবাদিকদের অনুমোদন, ব্রিফিং ও তাদের নিরাপত্তা বিষয়গুলো বৈঠকে আলোচ্যসূচি হিসেবে রাখা হয়েছে বলে কমিশন সূত্রে জানা যায়।

(দ্য রিপোর্ট/এমএস/জেএম/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর