thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

ঢাবির ‘ক’ ইউনিটের ফল প্রকাশ

২০১৩ নভেম্বর ২৭ ১৪:৪২:১৪
ঢাবির ‘ক’ ইউনিটের ফল প্রকাশ

ঢাবি প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ফলাফল প্রকাশ করেন ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

ভর্তি পরীক্ষায় ১৯৫.৫০ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন আল জামিল শুভ, ১৯৫.২৫ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন প্রীতম সাহা ও ১৯৫.০০ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন মাসনুন বিল্লাহ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, জনসংযোগ দপ্তরের পরিচালক আশরাফ আলী খানসহ প্রমুখ।

এ বছর ভর্তি পরীক্ষায় মোট আবেদনকারীর ৭০ হাজার ৯শ ৩৪ জন শিক্ষার্থীদের মধ্যে ৫৯ হাজার ২শ ৫৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৩ হাজার ৩শ ৭৪ জন শিক্ষার্থী। পাসের হার ৩৯.৪৪ শতাংশ। অকৃতকার্যের হার ৪০ শতাংশ। এ ছাড়া পরীক্ষায় অনুপস্থিত/বাতিল/স্থগিত আবেদনকারীর সংখ্যা ১ হাজার ১শ ৭৯ জন।

উল্লেখ্য, Admission.eis.du.ac.bd অথবা গ্রামীণফোন ব্যতীত যেকোনো মোবাইলের এসএমএস অপশনে গিয়ে du gha টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠিয়ে ফলাফল জানা যাবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, যদি কোনো প্রার্থীর ফল নিয়ে আপত্তি থাকে তাহলে ৫ ডিসেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ কার্যালয়ে আবেদন করা যাবে।

(দ্য রিপোর্ট/আইজেকে/জেএম/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর