thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

‘খুনের রক্তে ক্ষমতায় থাকা যায় না’

২০১৩ নভেম্বর ২৭ ১৪:৫৯:৪৫
‘খুনের রক্তে ক্ষমতায় থাকা যায় না’

দ্য রিপোর্ট প্রতিবেদক : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, হাতে খুনের রক্ত লাগলে কেউ ক্ষমতায় থাকতে পারে না। স্বৈরশাসক আইয়ুব খান পারেনি, শেখ মুজিবুর রহমানও পারেনি।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের দক্ষিণ হলে বুধবার দুপুর একটার দিকে ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচির সমর্থনে মিছিল পরবর্তী সমাবেশে একথা বলেন তিনি।

জয়নুল আবেদীন বলেন, শেখ মুজিবুর রহমান অনন্তকাল ক্ষমতায় থাকতে তিনি সংবিধান সংশোধন করেছিলেন। কিন্তু আমরা দেখেছি তাকেও ক্ষমতা থেকে সরে যেতে হয়েছে। শেখ হাসিনাকেও সরে যেতে হবে।

তিনি বলেন, দেশে এখন একজন পাগলা বাবা আছে। তার হাতেও খুনের রক্ত। সেই পাগলা বাবা স্বৈরশাসক এরশাদকে নিয়ে হাসিনা ক্ষমতায় থাকতে চাচ্ছেন। হাসিনা কেবল বাকশাল কায়েম নয়, দেশের স্বাধীনতাকেও ধ্বংস করতে চাচ্ছেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও বিএনপি যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, সারাদেশের মানুষ চায় একটি নিরপেক্ষ নির্বাচন। শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি। তার অধীনে নির্বাচন হলে একদলীয় নির্বাচন হবে। দেশের মানুষ শেখ হাসিনার কাছ থেকে মুক্তি চায়। কিন্তু হাসিনা বাকশালী কায়দায় নির্বাচন করতে চায়।

অ্যাটর্নি জেনারেলের উদ্দেশ করে খোকন বলেন, গত পাঁচ বছর ধরে আপনি সরকারের দালালী করেছেন। এখনো করে যাচ্ছেন। অনেক বিচারক আজ অবরোধের মধ্যে এজলাশে বসেছেন। আশা করি জনগণের কর্মসূচির প্রতি সম্মান দেখাবেন তারা। কিছু বিচারপতি সরকারকে দেখানোর জন্য এজলাশে বসেন। আপনারা আগে সরকারের ক্যাডার হয়ে থাকতে পারেন। কিন্তু বিচারপতি হওয়ার পর দলীয় ক্যাডারের মত আচরণ করতে পারেন না।

এদিকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের পদত্যাগের দাবী জানিয়েছেন বিএনপি-জামায়াতে ইসলামী সমর্থক আইনজীবীরা।

একই সঙ্গে তারা দশম জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করেছেন। এ ছাড়া ১৮ দলীয় জোটের অবরোধের দ্বিতীয় দিনে সুপ্রিম কোর্টে বিক্ষোভ মিছিল ও পৃথক প্রতিবাদ সভা করেছেন আইনজীবীরা।

সকাল ১১টার দিকে আইনজীবীরা মিছিল নিয়ে আইনজীবী সমিতি ভবন ঘুরে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সেখানে সমাবেশ শেষে আইনজীবীরা সমিতি ভবনের দক্ষিণ হলে সমাবেশ করেন। সমাবেশে আবেদ রাজা, নিতাই রায় চৌধুরী, এবিএম ওয়ালিদউর রহমান খান, অ্যাডভোকেট সাইফুর রহমান, রফিকুল হক তালুকদার রাজা, পিকে সরকার, মির্জা আল মাহমুদ, মতি লাল ব্যাপারি, এস এম জাহাঙ্গীর, মনির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনা দেশের ৯০ ভাগ মানুষের দাবি অগ্রাহ্য করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। সরকার দেশে শান্তি চায় না। এরা গণতন্ত্রের শত্রু। পাশাপাশি তারা একদলীয় নির্বাচনী তফসিল প্রত্যাখান করে অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি জানান।

মঙ্গলবার অ্যাটর্নি জেনারেলের দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, অ্যাটর্নি জেনারেল একজন আইনজীবী হয়েও আইনজীবীর রিমান্ড দাবী করতে পারেন না। তিনি আইনজীবীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। বিএনপি-জামায়াতে ইসলামী সমর্থক আইনজীবীরা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে ‘কুলাঙ্গা ও নাস্তিক’ বলে অভিহিত করেন।

(দ্য রিপোর্ট/এআইপি/এসবি/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর