thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

‘ নৌ অবরোধ সফল হয়নি’

২০১৩ নভেম্বর ২৭ ১৫:০৯:৪৭
‘ নৌ অবরোধ সফল হয়নি’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিরোধী দলের ডাকা আন্দোলন কর্মসুচিতে নৌ অবরোধ সফল হয়নি বলে দাবি করেছেন নৌপরিবহন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী শাজাহান খান বলেন।

সচিবালয়ে বুধবার নৌযান চলাচল পরিস্থিতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ দাবি করেন তিনি।

শাজাহান খান বলেন, মঙ্গলবার সদরঘাটে ৬৫ লঞ্চের মধ্যে ৫২টি এসেছে। বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে ৪১টি লঞ্চ। আজ (বুধবার) ১২টা পর্যন্ত বিভিন্ন গন্তব্য থেকে ২৯টি লঞ্চ ঘাটে এসেছে। অন্যান্য দিন এই সময়ের মধ্যে ৫০টি লঞ্চ ঘাটে এসে ভেড়ে।

তিনি বলেন, বিভিন্ন স্থানে ফেরিগুলো ৯৪৭টি গাড়ি পারাপার করেছে। স্বাভাবিক সময়ে এ সংখ্যা তিন থেকে চারগুন বেশি হয়ে থাকে। এ ছাড়া চট্টগ্রাম বন্দরেও জাহাজ আসা-যাওয়া, মালামাল লোড-আনলোড করা হয়েছে।

বিআইডব্লিউটিসির জাহাজগুলোও সময় মতো ছেড়ে গেছে ও ঘাটে এসে ভিড়েছে বলেও জানান তিনি।

বিরোধী দল যে আন্দোলন করছে তা গণতান্ত্রিক নয়, সন্ত্রাসী আন্দোলন বলে মন্তব্য করেছেন শাজাহান খান। তিনি বলেন, বিরোদী দল আন্দোলনকে নাশকতার দিকে নিয়ে গেছে। এটা কোন গণতান্ত্রিক আন্দোলন নয়, এটা সন্ত্রাসী আন্দোলন। কোন দেশে কোন কালে সন্ত্রাসী আন্দোলন সফল হয়নি, এবারো হবে না। জনগণ এ সন্ত্রাসীদের বিরুদ্ধে নেমেছে। আগামীতে আরো শক্তিশালী হয়ে নামবে।

এ ধরণের পরিস্থিতির মধ্যে নির্বাচন হবে কি না জানতে চাইলে শাজাহান খান বলেন, নির্বাচন অব্যশ্যই হবে। জনগণ অংশ নিলেই নির্বাচন হবে। ৩০০ আসনে নির্বাচন হবে। এরমধ্যে দুই, চার, পাঁচটায় সমস্যা হতে পারে। আপনি কি মনে করেন, দুই-চারটা ককটেল ফুটিয়ে, দুই-চারটা সেন্টার বন্ধ হলে নির্বাচন বন্ধ হয়ে যাবে।

মন্ত্রী বলেন, শিগগিরই সড়কপথ স্বাভাবিক হয়ে যাবে। এরপর আন্দোলন কর্মসূচি দিলেও পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হবে বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/আরএমএম/এসবি/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর