thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

কুমিল্লায় পুলিশ-অবরোধকারী সংঘর্ষ, পুলিশসহ আহত ৫০

২০১৩ নভেম্বর ২৭ ১৫:৩৮:২৫
কুমিল্লায় পুলিশ-অবরোধকারী সংঘর্ষ, পুলিশসহ আহত ৫০

কুমিল্লা সংবাদদাতা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ইলিয়টগঞ্জে পুলিশ ও অবরোধকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১৮-দলীয় জোটের নেতাকর্মীরা সকালে মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকায় বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও ইলিয়টগঞ্জ বাজার ভাঙচুর করে।

পুলিশের একটি দল সাড়ে ১১টায় ঘটনাস্থলে উপস্থিত হলে অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেড়শ রাউন্ড রাবার বুলেট ও বেশ কয়েকটি টিয়ারসেল ছোড়ে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দেড়শ রাউন্ড রাবার বুলেট ও বেশ কয়েকটি টিয়ারসেল ছোড়ে। এ ঘটনায় ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

(দ্য রিপোর্ট/জেপি/এমএইচও/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর