thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

‘রাজনৈতিক অপরাধীদের আইনের আওতায় আনা হবে’

২০১৩ নভেম্বর ২৭ ১৫:১৮:৪৩
‘রাজনৈতিক অপরাধীদের আইনের আওতায় আনা হবে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : সহিংস কর্মসূচি ঘোষণাকারীরা ‘রাজনৈতিক অপরাধী’ হওয়ায় আইনের আওতায় আনতে সময় লাগছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

সচিবালয়ে বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। এর আগে প্রতিমন্ত্রীর সঙ্গে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার সাক্ষাৎ করেন।

শামসুল হক টুকু বলেন, সহিংস কর্মসূচি ঘোষণাকারীরা ট্র্যাডিশনাল অপরাধী নয়, এরা ‘রাজনৈতিক অপরাধী’। তাই তাদেরকে আইনের আওতায় আনতে সময় লাগছে। আজ হোক কাল হোক তাদেরকে আইনের মুখোমুখি হতে হবে বলেও জানান তিনি।

অবরোধে ক্ষতিগ্রস্তদের দায়ভার আহ্বানকারীদের নিতে হবে জানিয়ে টুকু বলেন, যুদ্ধাপরাধীদের রক্ষায় সহিংস কর্মসূচি নিয়ে বিএনপি মাঠে নেমেছে।

আইজিপির সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, পুলিশকে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে হলেও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে বলা হয়েছে।

পুলিশে কোনো রদবদল আসছে কি না জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন কমিশন নির্দেশ দিলে রদবদল হতে পারে।

(দ্য রিপোর্ট/আরএমএম/এসবি/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর