thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সুনামগঞ্জে সংঘর্ষে মহিলাসহ আহত শতাধিক

২০১৩ নভেম্বর ২৭ ১৬:২৭:০০
সুনামগঞ্জে সংঘর্ষে মহিলাসহ আহত শতাধিক

সুনামগঞ্জ সংবাদদাতা : জেলার ছাতক উপজেলার পল্লীতে জমি নিয়ে বিরোধের জের ধরে দু-পক্ষের সংঘর্ষে মহিলাসহ শতাধিক আহত হয়েছেন। উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের উত্তর বড়কাপন গ্রামে বুধবার সকালে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত হানিফা বেগম, আমির আলী, ওয়াহাব আলী, নুরুল আমীন, আজাদ মিয়া, এহসানুল হক, শামছু মিয়া, হাবিবুল হক, হাবিবুর রহমানসহ ৩২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের স্থানীয় কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ভূমি নিয়ে উত্তর বড়কাপন গ্রামের এহসানুল হক ও তাজ উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলা ও একাধিক সালিশ বৈঠক হয়েছে। ঘটনার দিন তাজ উদ্দিন জোর করে ওই জমিতে পাকাঘর নির্মাণ করতে গেলে এহসানুল হক বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে দেশিয় অস্ত্র, ইট-পাটকেল ও বোতল ব্যবহার করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। ছাতক থানার ওসি শাহজালাল মুন্সী জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

(দ্য রিপোর্ট/আরএআর/এমএআর/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর