thereport24.com
ঢাকা, রবিবার, ৬ জুলাই 25, ২২ আষাঢ় ১৪৩২,  ১০ মহররম 1447

এসএসসি পরীক্ষা শুরু ৯ ফেব্রুয়ারি

২০১৩ নভেম্বর ২৭ ১৬:৩০:৫১
এসএসসি পরীক্ষা শুরু ৯ ফেব্রুয়ারি

দ্য রিপোর্ট প্রতিবেদক : এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৯ ফেব্রুয়ারি। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত পরীক্ষারসূচি থেকে জানা যায় ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি ও তাত্ত্বিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৯ ফেব্রুয়ারি বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ব ইজতেমার কারণে বিভিন্ন মহল থেকে পরীক্ষা পেছানোর দাবি জানানো হচ্ছিল। এজন্য পরীক্ষা পিছিয়ে ৯ ফেব্রুয়ারি শুরু করা হচ্ছে। সাধারণত ১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হয়ে থাকে।

সকাল ১০টা থেকে ১টা এবং বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৬ মার্চ সঙ্গীত বিষয়ের ও ১৭ থেকে ২২ মার্চ পর্যন্ত বেসিক ট্রেডসহ এসএসসির সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, পরীক্ষার সূচির সাথে নির্দেশনায় বলা হয়েছে। তবে উভয় পরীক্ষার মধ্যে ১০ মিনিট সময়ের ব্যবধান থাকবে।

পরীক্ষার ফল প্রকাশের ৭ দিনের মধ্যে ফল পুনঃনিরীক্ষণের জন্য শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।

(দ্য রিপোর্ট/আরএমএম/এফএস/এমডি/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর