thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446


 

সাতক্ষীরায় বৃহস্পতিবার অর্ধদিবস হরতাল

২০১৩ নভেম্বর ২৭ ১৬:৩৭:০৭
সাতক্ষীরায় বৃহস্পতিবার অর্ধদিবস হরতাল

সাতক্ষীরা সংবাদদাতা : পুলিশের গুলিতে জামায়াতকর্মী শামসুর রহমান নিহত হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে সাতক্ষীরা জেলা জামায়াত।

জেলা জামায়াতের আমির সাবেক সংসদ সদস্য মাওলানা আবদুল খালেক মণ্ডল ও প্রচার সম্পাদক আজিজুর রহমান হরতালের বিষয়টি নিশ্চিত করেন।

তারা জানান, শামসুর রহমান হত্যাকাণ্ডের প্রতিবাদে জেলাব্যাপী অর্ধদিবস হরতাল পালন করা হবে। প্রাথমিক সমাপনী পরীক্ষা হরতালের আওতামুক্ত থাকবে।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

(দ্য রিপোর্ট/এমআরইউ/এমএইচও/এএস/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর