thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

দ্বিতীয় দিনে সহিংসতায় নিহত ৬

২০১৩ নভেম্বর ২৭ ১৭:৩০:৫৯
দ্বিতীয় দিনে সহিংসতায় নিহত ৬

দ্য রিপোর্ট প্রতিবেদক : ১৮ দলীয় জোটের ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন বুধবারও রাজধানী ঢাকাসহ সারাদেশে সংঘাত, সংঘর্ষ ও সহিংসতা অব্যাহত রয়েছে। সহিংসতায় ছয়জন নিহত হয়েছে।

নিহতদের মধ্যে দুইজন বিএনপি-জামায়াতের কর্মী, একজন আওয়ামী লীগ নেতা এবং তিনজন নিরীহ মানুষ রয়েছেন।

এ ছাড়া কোথাও কোথাও বিএনপি-জামায়াত-শিবিরের সঙ্গে আইন-শৃঙ্খলাবাহিনী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। এতে জনমনে আতঙ্ক বিরাজ করছে।

দ্য রিপোর্ট প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :

ঢাকা: অবরোধকারীদের ছোড়া ককটেলের আঘাতে রাজধানীর খিলগাঁও তিলপাপাড়ার আহত আনোয়ারা বেগম আনু (৫৫) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৪টার দিকে মারা গেছেন।

মঙ্গলবার বিকেল তিনটার দিকে খিলাগাঁও তিলপাপাড়া ঢাকা সিটি কর্পোরেশন অঞ্চল-২ অফিসের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হলে একটি এসে সরাসরি তার মাথায় আঘাত হানে।

তার মেয়ে নাসিমা আক্তার জানান, বাবা মারা যাওয়ার পর তার মা মালিবাগ শাখা ন্যাশনাল ব্যাংকের বাবুর্চি হিসেবে চাকরি করতেন। থাকতেন দক্ষিণ গোড়ান শান্তিপুরের ২৮৯ নম্বর বাসায়।

নিহত আনোয়ারা বেগমের গ্রামের বাড়ি বাগেরহাট সদরের কোটাপাড়ায়। তার স্বামীর নাম মৃত দেলোয়ার হোসেন।

সিরাজগঞ্জ : জেলার বেলকুচিতে বিএনপি-জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এরা হলেন- বেলকুচি উপজেলা ধুকুরিয়া বেড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ (২৮) ও ধুকুরিয়া বেড়া এলাকার জামায়াত নেতা আব্দুল জলিল (৫৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের সমর্থনে বেলা ১২টার দিকে মিছিল বের করে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা। মিছিলটি উপজেলার মুকন্দগাতী গার্লস স্কুলের সামনে পৌঁছলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাধে। এতে ওই দুইজন নিহত হয়। এছাড়া আহত হন উপজেলা ছাত্রদলের আহবায়ক গোলাম কিবরিয়া, যুবদল নেতা রাসেল আহমেদসহ প্রায় ১৫ জন নেতাকর্মী।

সাতক্ষীরা: জেলার কলারোয়া উপজেলার সাতক্ষীরা- যশোর সড়কের গোপিনাথপুরে অবরোধের জন্য অর্ধেক কেটে রাখা গাছ ভেঙে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আম্বিয়া খাতুন (২৭)। তিনি গোপীনাথপুরের হারুনার রশিদের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে ১৮ দলের নেতা-কর্মীরা একটি গাছ অর্ধেক কেটে রেখে যায়। দুপুরে আম্বিয়া খাতুন বাড়ি যাওয়ার সময গাছটি তার মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ-দারা খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গাজীপুর: গাজীপুরের কালিগঞ্জ উপজেলার চুপাইর এলাকায় অবরোধকারীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা কামালউদ্দিন নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। কামালউদ্দিন কালিগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। তার বাড়ি মইশাদী গ্রামে।

কালিগঞ্জ থানার ওসি নাজমুল আলম ভূইয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম : নগরীর পটিয়ায় অবরোধকারীদের ধাওয়ায় একটি সিনজি অটোরিক্সা উল্টে যাওয়ায় এক যাত্রী নিহত হয়েছেন।

বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। তবে নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।

এদিকে সিটি গেইট এলাকায় অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় তারা পুলিশের ৪টি মোটরসাইকেল ও আওয়ামী লীগ অফিসে আগুন দেয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজউদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এসবি/এইচএসএম/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর