thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বিজিবি সদস্যের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

২০১৩ নভেম্বর ২৭ ১৭:৪৫:০৫
বিজিবি সদস্যের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মাগুরা সংবাদদাতা : অবরোধের সময় নিহত বিজিবি সদস্য মো. রিপন হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দেশের বাড়ি মাগুরার হাজিপুর গ্রামে দাফন করা হয়েছে।

কুমিল্লা থেকে বুধবার দুপুরে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে রিপনের মৃতদেহ মাগুরা পুলিশ লাইন মাঠে আনা হয়। বিজিবি-৬ এর পরিচালক লে. কর্নেল এস এম মনিরুজ্জামানের নেতৃত্বে মাগুরা জেলা প্রশাসক মাসুদ আহমেদ ও পুলিশ সুপার জিহাদুল কবির লাশ গ্রহণ করেন। পরে পুলিশের একটি পিকআপ ভ্যানে লাশ হাজিপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় স্কুল মাঠে আসরবাদ নামাজে জানাজা শেষে গোরস্থানে দাফন করা হয়।

বিজিবির সাউথ-ওয়েস্ট জোনের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল শামছুর রহমান নিহতের স্ত্রীর হাতে পাঁচ লাখ টাকার একটি চেক হস্তান্তর করেন।

১৮ দলের অবরোধ কর্মসূচির প্রথম দিন মঙ্গলবার বিজিবির কুমিল্লা রেজিমেন্টে কর্মরত রিপন হোসেন শহরের আইন-শৃঙখলা রক্ষায় দায়িত্ব পালনরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মারা যান।

হাজিপুর গ্রামের লিয়াকত মোল্ল্যার পুত্র রিপন ২০০১ সালে বিজিবিতে (বর্ডার গার্ড বাংলাদেশ) যোগ দেন। স্ত্রী ও এক বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে তার।

(দ্য রিপোর্ট/এসআইএস/এমএআর/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর