thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বগুড়ায় নিহত যুবদল নেতার দাফন সম্পন্ন

২০১৩ নভেম্বর ২৭ ১৭:৫৪:১৭
বগুড়ায় নিহত যুবদল নেতার দাফন সম্পন্ন

বগুড়া সংবাদদাতা : জেলা যুবদল নেতা ইউসুফ আলীর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

বুধবার বাদ জোহর শহরের নবাববাড়ি জেলা বিএনপির কার্যালয়ের সামনে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও ১৮ দলের সমন্বয়ক সাইফুল ইসলাম, জামায়াতের আমীর অধ্যক্ষ শাহাবুদ্দীন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীর চাঁন, বিএনপি নেতা রেজাউল করিম বাদশা, উপজেলা চেয়ারম্যান আলী আজগর হেনা, শোকরানা, যুবদল সভাপতি সিপার আল বকতিয়ার প্রমুখ।

জানাজা নামাজ পরিচালনা করেন জামায়াত নেতা মাওলানা আলমগীর হোসাইন।

পরে যুবদল নেতা ইউসুফ আলীকে জেলা শাজাহানপুর উপজেলার ঢাকুনতা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে বগুড়ার বনানীতে মহাসড়ক অবরোধ করে সমাবেশ করার চেষ্টাকালে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের গুলিতে শাজাহানপুর উপজেলার ওর্য়াড যুবদলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী (২৩) নিহত হন। এর প্রতিবাদে বুধবার হরতাল কর্মসূচি পালন করে ১৮ দল।

(দ্য রিপোর্ট/এএইচ/এমএআর/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর