thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে 24, ২ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৮ জিলকদ  1445

লাটভিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

২০১৩ নভেম্বর ২৭ ১৯:৩৩:৫৪
লাটভিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

দ্য রিপোর্ট ডেস্ক : সম্প্রতি সুপারমার্কেটের ছাদ ধসে ৫৪ জন নিহতের ঘটনায় পদত্যাগ করেছেন লাটভিয়ার প্রধানমন্ত্রী ভালদিস দমব্রোভসকিস। খবর আলজাজিরার।

বুধবার ভালদিস বলেন, ‘ট্রাজেডির সকল দায় মাথায় নিয়ে আমি পদত্যাগ করছি। পার্লামেন্টকে সচল রাখতে নতুন সরকার প্রয়োজন।’

প্রেসিডেন্ট আন্দ্রিস বেরজিনসের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, ‘প্রেসিডেন্টের কাছে আমি আমার পদত্যাগ পত্র জমা দিয়েছি।’

২০১৪ সালের অক্টোবরে দেশটির পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই অবস্থায় প্রেসিডেন্ট এখন পরবর্তী পদক্ষেপ নেবেন। আগামী ৪ ডিসেম্বর তিনি এই ধসের ব্যাপারে উচ্চ পর্যায়ের একটি বৈঠক আহ্বান করেছেন।

রিগায় সুপারমার্কেটের ছাদ ধসে ৫৪ জনের নিহত হওয়া দেশটির ইতিহাসে সবচেয়ে বড় মানবিক বিপর্যয়ের ঘটনা।

(দ্য রিপোর্ট/এসকে/এমডি/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর