thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে 24, ২ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৮ জিলকদ  1445

১০ হাজার শিক্ষক ফেল!

২০১৩ নভেম্বর ২৭ ১৮:২৬:৪৭
১০ হাজার শিক্ষক ফেল!

দ্য রিপোর্ট ডেস্ক : শিক্ষকদের দক্ষতা যাচাইয়ে পঞ্চম শ্রেণির সিলেবাসে নেওয়া পরীক্ষায় ফেল করেছে ভারতের বিহারের ১০ হাজার চুক্তিভিত্তিক স্কুলশিক্ষক। খবর এনডিটিভির।

অক্টোবরে পঞ্চম শ্রেণির ইংরেজি, গণিত, হিন্দি ও সাধারণ জ্ঞানের ওপর এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বুধবার এর ফলাফল প্রকাশ করা হলো।

শিক্ষা বিভাগের প্রধান সচিব অমরজিৎ সিনহা বলেন, ‘দক্ষতা যাচাইয়ের পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষকদের ২৪ শতাংশই ফেল করেছে। পরীক্ষায় অংশ নেওয়া ৪৩ হাজার ৪৪৭ জন শিক্ষকের মধ্যে ৩২ হাজার ৮৩৩ জন পাস করেছেন।’

সিনহা জানান, শিক্ষকদের শিক্ষকতার দক্ষতা যাচাইয়ের জন্য এ পরীক্ষা নেওয়া হয়। কেউ পরীক্ষায় অকৃতকার্য হলে সরকার বুঝতে পারবে তাদের উন্নতি করা অথবা শিক্ষকতা ছেড়ে দেওয়া উচিত।

তিনি জানান, যারা প্রথমবার ফেল করেছে তাদের দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে। কিন্তু দ্বিতীয়বার ফেল করলে সরকারি নিয়ম অনুযায়ী তাদের চাকরিচ্যুত করা হবে।

বিহারে ২০০৮ সাল থেকে এ ধরনের পরীক্ষা নেওয়া শুরু হয়েছে।

(দ্য রিপোর্ট/এসকে/এমডি/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর