thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

আইপিএল ভারতে ফিরিয়ে আনার উদ্যোগ

২০১৩ নভেম্বর ২৭ ১৯:৪৮:১০
আইপিএল ভারতে ফিরিয়ে আনার উদ্যোগ

দ্য রিপোর্ট প্রতিবেদক : আইপিএল ভারতের মাটিতে করার চেষ্টা শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড৷ প্রয়োজনে আইপিএল এগিয়ে আনতেও রাজি তারা৷ কিন্তু সেখানেও বিপত্তি৷ কারণ মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত এশিয়া কাপ৷ আবার মার্চের মাঝামাঝি সময় থেকে ৬ এপ্রিল পর্যন্ত বাংলাদেশে টোয়েন্টি২০ বিশ্বকাপ৷ এ সব নিয়েই ২৮-২৯ নভেম্বর হংকংয়ে আইপিএল গভর্নিং কাউন্সিলের ওয়ার্কশপে আলোচনা হওয়ার কথা৷ যেখানে থাকবেন সব ফ্র্যাঞ্চাইজি মালিকরা৷

আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য, সিএবির যুগ্মসচিব সুবীর গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘সবাই-ই চায় আইপিএল ভারতে হোক৷ সেটা কী ভাবে করা যায়, সেই উপায় বের করতেই আলোচনা হবে এই ওয়ার্কশপে৷’

২০১৪ সালে ভারতে লোকসভা নির্বাচন৷ ২০০৯ লোকসভা নির্বাচনের সময় দ্বিতীয় আইপিএল দক্ষিণ আফ্রিকায় নিয়ে গিয়েছিল৷ এবার যাতে টোয়োন্টি ক্রিকেট লিগ দেশের বাইরে না যায় তার জন্য মরিয়া বোর্ড৷ এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের কাছেও বোর্ড আবেদন জানাচ্ছে৷ আবেদনে বলা হয়েছে, ‘প্রয়োজনে আইপিএল এগিয়ে নিয়ে আসা হবে৷ লোকসভা নির্বাচন হওয়ার কথা মে মাসে৷ সরকারের সবুজ সঙ্কেত পেলে ক্রীড়াসূচি তৈরি করা হবে৷’

ওয়ার্কশপে আলোচনা হবে ফ্র্যাঞ্চাইজিতে বিদেশি ক্রিকেটারদের সংখ্যা নিয়েও৷ এবারের ওয়ার্কশপ আরও একটি কারণে গুরুত্বপূর্ণ৷ গতবার আইপিএলে স্পট ফিক্সিংয়ের জেরে ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য বেশ কয়েক দফা আচরণবিধি ঠিক করে দিয়েছে বোর্ড৷ এবার গভর্নিং কাউন্সিলের বৈঠকে ফ্র্যাঞ্চাইজিগুলোর তাদের মতামত জানানোর পালা৷

সপ্তম আইপিএল ৮টি ফ্র্যাঞ্চাইজি নিয়েই হবে৷ ফলে ম্যাচের সংখ্যা কমবে৷ স্পন্সর, ফ্র্যাঞ্চাইজি মালিকদেরও চাপ রয়েছে দেশের মাটিতে টুর্নামেন্ট করার৷

(দ্য রিপোর্ট/এএস/সিজি/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর