thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

‘নির্ধারিত তারিখেই নির্বাচন হবে’

২০১৩ নভেম্বর ২৭ ২০:১৪:২৩
‘নির্ধারিত তারিখেই নির্বাচন হবে’

চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, নির্ধারিত তারিখেই নির্বাচন হবে, কেউ নির্বাচন ঠেকাতে পারবে না।

চট্টগ্রাম মহানগরীর দারুল ফজল মার্কেটস্থ নগর আওয়ামী লীগ কার্যালয় চত্বরে বুধবার দুপুরে অবরোধবিরোধী এক সমাবেশে একথা বলেন তিনি।

মহিউদ্দিন চৌধুরী বলেন, গাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করে খালেদা জিয়া ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন। কোনো ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড সহ্য করা হবে না।

বিরোধী দলের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, জনগণের ভোটাধিকার হরণ করার অপচেষ্টা হলে কারো বাড়ি, গাড়ি, সম্পদ অক্ষত থাকবে না। এখন থেকে শুধু বাঁশের লাঠি নয়, হাতে থাকবে লোহার রড।

মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সুনীল সরকার সমাবেশে সভাপতিত্ব করেন।

(দ্য রিপোর্ট/কেএইচএস/এসবি/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর