thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

রহিম টেক্সের দর বাড়ার কারণ অনুসন্ধানের নির্দেশ

২০১৩ নভেম্বর ২৭ ২০:২৫:৩৫
রহিম টেক্সের দর বাড়ার কারণ অনুসন্ধানের নির্দেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : বস্ত্র খাতের রহিম টেক্সটাইলের শেয়ার দর অস্বাভাবিকহারে বাড়ার কারণ খতিয়ে দেখতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। একইসঙ্গে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ডিএসইকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরিচালক মোহাম্মদ শফিউল আজম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে। বুধবার দুপুরে ডিএসইর ওয়েবসাইট তা প্রকাশ করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, কমিশন পর্যবেক্ষন করেছে, গত ২০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত রহিম টেক্সটাইল মিলসের শেয়ার দর অস্বাভাবিকহারে বেড়েছে। যা সন্দেহজনক ও অস্বাভাবিক মনে করছে কমিশন। এ ক্ষেত্রে কম্পানিটির শেয়ার নিয়ে কোনো ধরণের কারসাজি হয়েছে কি না, ইনসাইডার ট্রেডিং হয়েছে কি না এবং অন্যকোনও আইন লঙ্ঘন হয়েছে কি না তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/এইচকে/ এমডি/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর