thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

মেয়র হানিফের ৭ম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার

২০১৩ নভেম্বর ২৭ ২০:৩৭:৫৫
মেয়র হানিফের ৭ম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের সপ্তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক এই সভাপতি ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সচিবও ছিলেন। আমৃত্যু আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে ছিলেন।

২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলায় ভয়াবহ আহত হন তিনি। গ্রেনেডের স্প্রিন্টারের আঘাত কাটিয়ে ওঠার আগেই দুই বছরের মাথায় রাজধানীর মুক্তাঙ্গনে এক সমাবেশে বক্তব্য রাখার সময় হৃদরোগে আক্রান্ত হন তিনি। উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হলেও মৃত্যুর কাছে পরাজিত হন তিনি।

৬২ বছর বয়সে ২০০৬ সালের এই দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকা-১২ আসনের সাবেক এই এমপি। সম্প্রতি যাত্রাবাড়ি থেকে গুলিস্তান উড়াল সড়কের নামকরণ করা হয়েছে তার নামে।

(দিরিপোর্ট/এইউএ/এমএইচও/এমডি/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর