thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

চট্টগ্রামে নোমানসহ বিএনপির ৩নেতার বাসায় তল্লাশি

২০১৩ নভেম্বর ২৭ ২১:১৭:৪৯
চট্টগ্রামে নোমানসহ বিএনপির ৩নেতার বাসায় তল্লাশি

দিরিপোর্ট প্রতিবেদক : চট্টগ্রামে বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানসহ আরো দুই নেতা এবং জামায়াতের দলীয় কার্যালয়ে তল্লাশী চালিয়েছে পুলিশ। প্রথমে নোমানের বাসায় তল্লাশী চালালেও পরে আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ডা. শাহাদাত হোসেনের বাসায় পুলিশ তল্লাশী চালায়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন সেলিম দিরিপোর্টকে জানান, সন্ধ্যা ৭টার দিকে কোতোয়ালি থানা ও নগর গোয়েন্দা পুলিশের সদস্যরা নগরীতে নোমানের বাসায় তল্লাশী করে। এরপর রাত সাড়ে ৯টার দিকে মেহেদীবাগে খসরুর বাসভবেন যান। প্রায় আধাঘণ্টা ধরে তারা ওই বাসার বিভিন্ন কক্ষে তল্লাশী করেন। একইভাবে ডা. শাহাদাতের বাসা ও ব্যবসায়িক কার্যালয়ে তল্লাশী চালানো হয়। তবে এসময় তারা কেউই বাসায় ছিলেন না।

তল্লাশীর সময় নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) আবদুল্লাহ হেল বাকী, অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মনজুর মোর্শেদ, কোতোয়ালি থানার ওসি মহিউদ্দিন সেলিমসহ বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন।

(দিরিপোর্ট/কেএইচএস/এপি/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর