thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সাতক্ষীরায় জামায়াতের মিছিল পণ্ড

২০১৩ নভেম্বর ২৭ ২১:২৭:৩৬
সাতক্ষীরায় জামায়াতের মিছিল পণ্ড

সাতক্ষীরা সংবাদদাতা:সাতক্ষীরায় বৃহস্পতিবারের অর্ধদিবস হরতালের সমর্থনে বুধবার সন্ধ্যা ৭টায় শহরে মিছিল করেছে জামায়াত-শিবিরকর্মীরা।পুলিশ রাবার বুলেট ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গকরে দেয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল হক জানান, হঠাৎ করেই জামায়াত-শিবির শহরের সঙ্গীতা মোড় থেকে একটি মিছিল বের করে।এসময় জামায়াত-শিবির কয়েকটি পটকা ফুটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পুলিশ ১০রাউন্ড রাবার বুলেটছুড়ে মিছিলটি ছত্রভঙ্গকরে দেয়।

উল্লেখ্য, বুধবার ভোররাতে সাতক্ষীরা সদরের আগরদাড়ি এলাকায় পুলিশ, র‌্যাব, বিজিবি আসামি ধরতেগেলে জামায়াতের এক কর্মী নিহত হয়। এর প্রতিবাদে জামায়াত বৃহস্পতিবার আধাবেলা হরতালের ডাক দেয়।

এদিকে সন্ধ্যায় শহরের ইটাগাছা হাটের মোড় থেকে সদর উপজেলার ভোমরা ইউনিয়নের চেয়ারম্যান মো. আসাদুর রহমান আসাদকে আটক করেছে পুলিশ।

সাদের বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ড ও নির্বাচন বানচালের অভিযোগ আনা হয়েছে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

(দিরিপোর্ট/এমআর/এএস/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর