thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বগুড়ার আহত পুলিশ সিএমএইচে

২০১৩ নভেম্বর ২৭ ২১:৩২:২৭
বগুড়ার আহত পুলিশ সিএমএইচে

বগুড়া সংবাদদাতা : বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত পুলিশ কনস্টেবল রমজান আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বুধবার দুপুর ১টায় তাকে স্কয়ার ইয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকা সামরিক হাসপাতালে পাঠানো হয়।

বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, পুলিশ সদস্য রমজান আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় ফুলদীঘি এলাকায় পুলিশ সদস্য রমজান আলীকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এতে তার শ্বাসনালী কেটে যায় ও প্রচুর রক্তক্ষরণ ঘটে। মুমুর্ষূ অবস্থায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার কম্বাইন্ড মিলিটারি হসপিটালে (সিএমএইচ) ভর্তি করা হয়।

(দ্য রিপোর্ট/এএইচ/এসবি/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর