thereport24.com
ঢাকা, বুধবার, ১৬ জুলাই 25, ১ শ্রাবণ ১৪৩২,  ২০ মহররম 1447

মধ্য শরতে নীলাচলে

২০১৩ সেপ্টেম্বর ২৩ ১২:১০:৩৮ ০০০০ 00 ০০ ০০:০০:০০
মধ্য শরতে নীলাচলে
বান্দরবান সংবাদদাতা : বর্ষায় দীর্ঘদিন পর্যটক শূন্য থাকার পর স্বরূপে ফিরতে শুরু করেছে বান্দরবানের নীলের রানী নীলাচল। মধ্য শরতে শুভ্র মেঘের ছুটোছুটিতে নীলাচলের পাহাড়গুলো যেন প্রাণ ফিরে পেয়েছে। শীতল বাতাস আর মেঘের খেলা দেখতে পর্যটকে ভরপুর থাকছে জেলার অন্যতম পর্যটন স্পট নীলাচল। দূর-দূরান্ত থেকে ভ্রমণপিপাসু আর প্রকৃতিপ্রেমীরা ছুটে আসছেন পাহাড়ে রংধনুর খেলা দেখতে। ঢাকার মহাখালী থেকে বেড়াতে আসা ইরফান আলী বলেন, বান্দরবান শহরের কাছেই নীলাচল পর্যটন স্পট অপরূপ দেখতে! এত কাছ থেকে পাহাড়ের বুকে মেঘের দাপাদাপি উহ্ কী যে দারুণ লাগছে!

এদিকে শুক্রবার ছুটির দিনে বিভিন্ন বয়সী নারী পুরুষের বিচরণে মুখর ছিল নীলাচল। আসছে শীত মৌসুমকে সামনে রেখে নীলাচলকে সাজানো হয়েছে নতুন আঙ্গিকে। পর্যটকদের ঘুরে বেড়ানোর জন্য পাহাড়ের ঢালে-ঢালে তৈরি করা হয়েছে ওয়াকওয়ে এবং পাহাড়ি আদলের আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত কটেজ। নীলাচল পর্যটন কমপ্লেক্সের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা ম্যজিষ্ট্রেট ইসরাত জামান বর্তমানকে বলেন, জেলা প্রশাসন আশা করছে রাজনৈতিক অস্থিরতা না থাকলে সামনের দিনগুলোতে পর্যটন মৌসুমে দেশি-বিদেশি পর্যটকদের সমাগম হবে নীলাচলে।

পাঠকের মতামত:

SMS Alert

পরিবেশ প্রতিবেশ এর সর্বশেষ খবর

পরিবেশ প্রতিবেশ - এর সব খবর