thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

অক্টোবরে ১২৩ কোটি ডলারের রেমিটেন্স এসেছে

২০১৩ নভেম্বর ২৭ ২১:৪৬:০৯
অক্টোবরে ১২৩ কোটি ডলারের রেমিটেন্স এসেছে

দ্য রিপোর্ট প্রতিবেদক : অক্টোবরে দেশে ১২৩ কোটি ডলারের রেমিটেন্স এসেছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তফসীলিভুক্ত ৪৫টি ব্যাংকের মাধ্যমে অক্টোবরে দেশে ১২৩ কোটি ডলার এসেছে। যা এর আগের মাসের একই সময়ের তুলনার ২১ কোটি ডলার বেশি। সবচেয়ে বেশি অর্থ এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশের মাধ্যমে। এই সময় ব্যাংকটির মাধ্যমে ৩১ কোটি ডলার এসেছে। অন্যদিকে অর্থবছরের প্রথম তিন মাসের মত অক্টোবরেও ব্যাংক অব পাকিস্তানের মাধ্যমে কোন রেমিটেন্স আসেনি।

এছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সোনালী ব্যাংকের মাধ্যমে সর্বোচ্চ ১৩ কোটি ডলার রেমিটেন্স এসেছে। বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে কৃষি ব্যাংকে সবচেয়ে বেশি ১ কোটি ২০ রেমিটেন্স এসেছে। বিদেশি ব্যাংকগুলোর ৯ টি ব্যাংকের মধ্যে এইচএসবিসি ব্যাংককে সবচেয়ে বেশি ৭০ লাখ ডলার এসেছে।

রেমিটেন্সের অগ্রগতির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ বিভাগের সহকারী পরিচালক মাহমুদজ্জামান বলেন, নেতিবাচক রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দেশে রেমিটেন্স প্রবাহ বেড়েছে। যা অর্থনৈতির জন্য ইতিবাচক।

(দ্য রিপোর্ট/এএইচ/এমডি/নভেমবর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর