thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে 24, ২ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৮ জিলকদ  1445

বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশে আঘাত হানতে পারে ‘লেহার’

২০১৩ নভেম্বর ২৭ ২২:১৪:০৩
বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশে আঘাত হানতে পারে ‘লেহার’

দ্য রিপোর্ট ডেস্ক : ‘হেলেনে’র পর এবার ঘূর্ণিঝড় ‘লেহার’ আঘাত হানতে যাচ্ছে ভারতের অন্ধ্রপ্রদেশে। বৃহস্পতিবার বিকেলেই ঝড়টি আঘাত হানবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ঘূর্ণিঝড়টি এখন মচিলিপাটনামের ৬৫০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে ও কাকিন্দা থেকে ৬০০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে অবস্থান করছে।

ঘূর্ণিঝড়টি খুবই শক্তিশালী বলে জানিয়েছেন বিজ্ঞানী (ঘূর্ণিঝড় পূর্বাভাস) এম মহাপত্র। তিনি জানান, বর্তমানে বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ১৪০-১৫০ কিলোমিটার। উপকূলীয় এলাকা মচিলিপাটনামে আঘাত হানার সময় এর গতিবেগ বেড়ে ঘণ্টাপ্রতি ১৫০-১৬০ কিলোমিটার হতে পারে।

অন্ধ্রপ্রদেশে বুধবার সন্ধ্যা থেকেই ঘণ্টাপ্রতি ৪৫-৫৫ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে।

আগের সপ্তাহে ঘূর্ণিঝড় ‘হেলেনে’র আঘাতের পর এবার ‘লেহারে’র আঘাত এলাকাটির ওপর মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এছাড়া গত অক্টোবর মাসে একই এলাকার উপর দিয়ে ঘূর্ণিঝড় ‘ফাইলিন’ বয়ে যায়।

(দ্য রিপোর্ট/এসকে/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর