thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

খালেদার সংবাদ সম্মেলন বিকেলে

২০১৩ অক্টোবর ২১ ১২:০২:৩০ ০০০০ 00 ০০ ০০:০০:০০
খালেদার সংবাদ সম্মেলন বিকেলে
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : সর্বদলীয় অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাব, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও পরবর্তী কর্মসূচি নিয়ে বিএনপিসহ ১৮ দলীয় জোটের অবস্থান জানাতে সোমবার বিকেল ৪টায় হোটেল ওয়েস্টিনে সংবাদ সম্মেলন করবেন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া।

‘নির্দলীয় সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না’- রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পেশাজীবীদের সম্মেলনে খালেদা জিয়া সাফ জানিয়ে দিলেও তিনি সেসময় আরো বলেন, ‘আজ সব কথা বলব না। কাল একটা সংবাদ সম্মেলন আছে। সেখানে বলবো।’

বিরোধীদলের নেতার প্রেসসচিব মারুফ কামাল খান দিরিপোর্ট২৪কে জানান, বিএনপি চেয়ারপারসন বিকেল ৪টায় গুলশানের হোটেল ওয়েস্টিনে সংবাদ সম্মেলন করবেন। সর্বদলীয় অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবের বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করবেন তিনি। এছাড়া দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেবেন তিনি।

শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সব দলের সমন্বয়ে ‘সর্বদলীয় সরকার’ গঠনের প্রস্তাব দেন। তিনি বলেন, ‘আমরা সব দলকে সঙ্গে নিয়েই জাতীয় নির্বাচন করতে চাই। বিরোধী দলের কাছে আমার প্রস্তাব- নির্বাচনকালীন আমরা সব দলের সমন্বয়ে যেন সরকার গঠন করতে পারি।’

প্রধানমন্ত্রীর সর্বদলীয় সরকারের প্রস্তাব দেওয়ার পর বিরোধীদলের নেতা শনিবার দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। রবিবার রাতে তিনি বৈঠক করেন ১৮ দলীয় জোট নেতাদের সঙ্গে।

সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচনের সময় ক্ষমতায় থাকবে শেখ হাসিনার সরকার এবং সংসদ বহাল থাকবে।

(দিরিপোর্ট২৪/ওএস/এমএআর/জেএম/অক্টোবর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর