thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

রাজধানীর কল্যাণপুরে যুবকের লাশ উদ্ধার

২০১৩ নভেম্বর ২৮ ০১:০৩:১০

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মিরপুরের কল্যাণপুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ১ টায় কল্যাণপুরের ২ নম্বর রোডের ২৩/২ নম্বর বাসা থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম মামুন মল্লিক (২৩)। তার পিতা মজিবুর রহমান মল্লিক। নিহতের গ্রামের বাড়ি বরিশাল জেলার আগৈলঝাড়া থানার সোরাম গ্রামে।

মিরপুর থানার উপপরিদর্শক(এসআই) আহসান হাবীব মৃত ব্যক্তির স্ত্রী ফারজানা আক্তার রুমির বরাত দিয়ে জানায়, মামুন মল্লিক রাজমিস্ত্রির কাজ করতেন। বুধবার ভোর পাঁচটা থেকে আটটার মধ্যে ফ্যানের সঙ্গে রশি লাগিয়ে আত্মহত্যা করেছে।

তবে মৃত ব্যক্তির বোন তানিয়া আক্তার অভিযোগ করে বলেন, ‘আমার ভাইকে তার স্ত্রীসহ অন্যান্যরা শ্বাসরোধ করে হত্যা করেছে।’

এসআই আহসান হাবীব জানান, লাশ মর্গে আছে। ময়নাতদন্ত শেষে এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করবে।

(দ্য রিপোর্ট/এসআর/এইচএস/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর