thereport24.com
ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি 25, ১২ মাঘ ১৪৩১,  ২৬ রজব 1446

রাজশাহীতে সাবেক ছাত্রলীগ নেতার রগ কাটলো শিবির

২০১৩ নভেম্বর ২৮ ০৪:০০:১৬
রাজশাহীতে সাবেক ছাত্রলীগ নেতার রগ কাটলো শিবির

রাজশাহী সংবাদদাতা : রাজশাহীর এক সাবেক ছাত্রলীগ নেতার ডান হাতের রগ, বাম হাতের আগুল কেটে ও কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তার নাম সেলিম রেজা সেলূ।

রাজশাহীর বিনোদপুর হানুফার মোড়ে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সেলু মির্জাপুর এলাকার সাহাজান খানের ছেলে। এ ঘটনার পর হাসপাতালে যান আওয়ামী লীগের নেতারা। ছাত্রশিবিরকর্মীরা এ হামলা চালিয়েছে বলে দাবি করেছেন তারা।

মতিহার থানার ওসি আবদুল মজিদ বলেন, রাত সাড়ে ১০টার দিকে সেলিম রেজা সেলু বাড়ি ফিরছিলেন। সে হানুফার মোড়ে পৌছালে একদল দুর্বৃত্ত তার উপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তার মাথায় ও হাতে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

হাসপাতালে জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, সেলু মহানগর ছাত্রলীগের সাবেক সহসাধারণ সম্পাদক ছিল। বর্তমানে সে ৩০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। ইসলামি ছাত্রশিবির কর্মীরা তার উপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে হাতের রগ কেটে দেয় বলে দাবি করেন তিনি।

(দ্য রিপোর্ট/বিএইচএল/এপি/নভেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর