thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে 24, ২ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৮ জিলকদ  1445

আফগানিস্তানে ছয় এনজিওকর্মীকে হত্যা

২০১৩ নভেম্বর ২৮ ০৯:৩০:০৫
আফগানিস্তানে ছয় এনজিওকর্মীকে হত্যা

দ্য রিপোর্ট ডেস্ক : আফগানিস্তানে বুধবার তালেবান বন্দুকধারীদের গুলিতে ছয় জন নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তিরা আফগানিস্তানের উত্তরাঞ্চলে ফ্রান্সের একটি সাহায্য সংস্থা এসিটিইডি-র স্থানীয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। খবর দ্য ডনের।

ফারইয়াব প্রদেশের পুলিশ প্রধান জানিয়েছেন, তুর্কমেনিস্তানের সীমান্তবর্তী পাশতুন কোট এলাকায় ওই ব্যক্তিদের গাড়ি থেকে নামিয়ে গুলি করে হত্যা করা হয়। তিনি বলেন, ওই ব্যক্তিরা প্রাদেশিক রাজধানী মেইমানা থেকে আলমার জেলায় যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে সন্দেহভাজন তালেবান বন্দুকধারীরা তাদের ধাওয়া করে এবং পাশতুন কোটে এসে তাদের গাড়ি থামায়।

দ্য অ্যাজেন্সি ফর টেকনিক্যাল কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বা এসিটিইডি তাদের ছয় কর্মী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটির একজন মুখপাত্র জানিয়েছেন, সাত ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালানোর পর ওই ছয় কর্মকর্তা নিহত এবং একজন আহত হয়েছে।

১৯৯৩ সালে প্রতিষ্ঠালাভ করে বেসরকারি সাহায্য সংস্থা এসিটিইডি। যারা আফগানিস্তানসহ বিশ্বের বিভিন্ন উন্নয়নশীল দেশে কাজ করে যাচ্ছে।

(দ্য রিপোর্ট/আদসি/এমডি/নভেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর