thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

‘আন্দোলন অব্যাহত থাকবে’

২০১৩ নভেম্বর ২৮ ১০:৫৮:২৪
‘আন্দোলন অব্যাহত থাকবে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : আন্দোলন কর্মসুচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। একইসঙ্গে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী পদত্যাগ করে সকল দলের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দিলে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করা হবে।’

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের টানা ৭১ ঘণ্টা অবরোধের তৃতীয় দিন বৃহস্পতিবার সকালে নয়া পল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘বর্তমান অবৈধ সরকার বিরোধী দল দমনে গুলি, হত্যার পাশাপাশি নেতাকর্মীদের গুম করতে মরিয়া হয়ে উঠেছে। জনগণের সঙ্গে সম্পৃক্ত গণতান্ত্রিক আন্দোলন কখনো বৃথা যায়নি এবারও যাবে না। বিজয় আমাদের হবেই।

তিনি বলেন, ‘জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বিরোধী দলের ডাকা অবরোধ কর্মসূচি ইতোমধ্যে অনেকাংশে সফলতার মুখ দেখেছে। তাই সরকার তার পেটুয়া বাহিনী দিয়ে দমন নিপীড়ন অব্যাহত রেখেছে।’

(দ্য রিপোর্ট/এমএইচ/এমসি/নভেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর