thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

রাজধানীতে প্রাইভেট কারের ধাক্কায় সেনাসদস্য নিহত

২০১৩ নভেম্বর ২৮ ১১:২৩:২৯
রাজধানীতে প্রাইভেট কারের ধাক্কায় সেনাসদস্য নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর খিলক্ষেত এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় ইব্রাহীম (৪০) নামের এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় অন্য আরেকটি প্রাইভেটকারের চালকসহ ২জন আহত হয়। বৃহস্পতিবার ভোর ৬টার এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর ৬টার দিকে বিমানবন্দর থেকে আসা প্রাইভেট কার (ঢাকা মেট্রোর গ ২৯-৮৬৩৩) নিয়ন্ত্রণ হারিয়ে সেনাসদস্যের সাইকেলে ধাক্কা দেয়। এতে সাইকেলচালক ইব্রাহীম ঘটনাস্থলেই মারা যায়। ঠিক একই সময় ওই প্রাইভেট কারটি আরেকটি প্রাইভেট কারকে (ঢাকা মে্ট্রো গ ১২৩২৯২) ধাক্কা দিলে চালকসহ ২ জন আহত হয়।

বিমানবন্দর থানার এসআই ইয়াকুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। নিহত ইব্রাহীমের পরিচয় নিশ্চিত করি।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

(দ্য রিপোর্ট/ডি/এমসি/এমডি/নভেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর