thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বিমানবন্দরে ভারতীয় রুপিসহ পাকিস্তানি নাগরিক আটক

২০১৩ নভেম্বর ২৮ ১১:৫৫:১৮
বিমানবন্দরে ভারতীয় রুপিসহ পাকিস্তানি নাগরিক আটক

দ্য রিপোর্ট প্রতিবেদক : হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে এক কোটি ৩৫ লাখ ভারতীয় রুপিসহ মোহম্মদ ইমতিয়াজ নামে এক পাকিস্তানি নাগরিককে আটক করেছে গোয়েন্দা সংস্থা এটিবিএন।

বৃহস্পতিবার ভোরে লাহোর দুবাই হয়ে আসা ইটিহাদ এয়ারওয়েজ বিমান থেকে গোপন সংবাদের ভিত্তিতে রুপিসহ তাকে আটক করা হয়। বিমানবন্দর কাস্টমস সহকারী কমিশনার আবদুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তার ব্যাগ থেকে এক কোটি ৩৬ লাখ ভারতীয় রুপি উদ্ধার করা হয়। যা কাস্টমসে জমা দেওয়া হয়েছে।’

তবে ধারণা করা হচ্ছে ভারতীয় রুপিগুলো জাল হতে পারে। এ ব্যাপারে বিমানবন্দর থানায় একটি মামলা হয়েছে।

(দ্য রিপোর্ট/ডি/এমসি/এইচএসএম/নভেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর