thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

লক্ষ্মীপুরে নবজাতকের মৃতদেহ উদ্ধার

২০১৩ নভেম্বর ২৮ ১২:১৬:১০
লক্ষ্মীপুরে নবজাতকের মৃতদেহ উদ্ধার

লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের শরীফপুর গ্রামের ধানক্ষেত থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উদ্ধার করা নবজাতকের পরিচয় পাওয়া যায়নি।

এ ব্যাপারে ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হাসান রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, শরীফপুর গ্রামের ধানক্ষেত থেকে নবজাতকের মৃতদেহ দেখতে পেয়ে আমাকে খবর দিলে বিষয়টি সদর থানাকে অবহিত করি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ইকবাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কোনো দুর্বৃত্ত মৃতদেহটি ধানক্ষেতে ফেলে যায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/আরই/এএস/নভেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর