thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

মওদুদসহ বিএনপির ৫ নেতার মামলার শুনানি শেষ

২০১৩ নভেম্বর ২৮ ১২:২৯:৩২
মওদুদসহ বিএনপির ৫ নেতার মামলার শুনানি শেষ

দ্য রিপোর্ট : ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জহুরুল হকের আদালতে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ব্যারিস্টার মওদুদ আহমেদসহ বিএনপির ৫ নেতার বিরুদ্ধে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক মামলার শুনানি শেষ হয়েছে। এ সময় বিএনপি নেতারা অনুপস্থিত ছিলেন।

জামিনের শুনানিতে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার এবং রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু অংশগ্রহণ করেন।

শুনানি শেষে আদালত পরে আদেশ দেবেন বলে জানিয়েছে।

উল্লেখ্য, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক দ্রব্য আইনে মতিঝিল থানায় দায়ের করা দুটি মামলায় বিএনপির ৫ নেতাকে ৮ নভেম্বর গ্রেফতার করে পুলিশ। পরে ৯ নভেম্বর মহানগর হাকিম আদালতে তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে তাদের কারাগারে পাঠায়।

আটক ওই ৫ নেতা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার এমকে আনোয়ার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপির চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শিমুল বিশ্বাস ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টু ।

(দ্য রিপোর্ট/এএইচ/আইজেকে/এইচএসএম/নভেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর