thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বাগেরহাটে আইনজীবী সমিতির ভোটগ্রহণ চলছে

২০১৩ নভেম্বর ২৮ ১২:৪৩:৪৮
বাগেরহাটে আইনজীবী সমিতির ভোটগ্রহণ চলছে

বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।

নির্বাচনে ১৪ পদের বিপরীতে তিনটি প্যানেলে ৩৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে আইনজীবী সমিতির ৩৪৬ জন ভোটার ভোট দিবেন। একটানা সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

নির্বাচনে আইনজীবী ঐক্য পরিষদ সমর্থিত (বিএনপি) হাই-মোশারেফ হোসেন মন্টু পরিষদ, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও সমমনা (আওয়ামী লীগ) হামিদ-পিক্লু পরিষদ এবং গণতান্ত্রিক আইনজীবী ঐক্য পরিষদ ও সমমনাদের মনোনীত মোয়াজ্জেম-আনোয়ার পরিষদ এই তিনটি প্যানেলে ৩৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনটি প্যানেলই জয়ের ব্যাপারে আশাবাদী।

নির্বাচন কমিশনার কাজী মনোয়ার হোসেন জানান, সকাল থেকে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে।

(দ্য রিপোর্ট/এমকে/এএস/নভেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর