thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

কলারোয়ায় যুবলীগ ও সেচ্ছাসেবকলীগ নেতা হত্যা

দুটি মামলা দায়ের, আটক ১১

২০১৩ নভেম্বর ২৮ ১৩:০১:৪৩
দুটি মামলা দায়ের, আটক ১১

সাতক্ষীরা: কলারোয়ার দেয়াড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু হত্যাকাণ্ডের ঘটনায় বুধবার গভীর রাতে কলারোয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে ওই ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম হত্যার ঘটনায় একই সময়ে অপর একটি মামলা দায়ের হয়েছে।

যুবলীগ নেতা মাহমুদুল হাসান বাবুর চাচাত ভাই আব্দার রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় ৪০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০/৪৫ জনকে আসামি করা হয়েছে।

অপরদিকে দেয়াড়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম হত্যা মামলায় বাদী হয়েছেন নিহতের পিতা মজিবর রহমান। এ মামলায় ২৪ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া দু-আড়াইশ’ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এ বিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খান বলেন, ‘বাবু হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজন ও রবিউল ইসলাম হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

(দ্য রিপোর্ট/আইজেকে/নভেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর