thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

নাটোরে ট্রাক উল্টে দুজন নিহত

২০১৩ নভেম্বর ২৮ ১৩:০৯:১৬
নাটোরে ট্রাক উল্টে দুজন নিহত

নাটোর সংবাদদাতা : নাটোরের বড়াইগ্রামে সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে জসীম ও শাহীন নামে দুজন নিহত হয়েছেন। এ ছাড়া অপর দুজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নাটোর-ঢাকা মহাসড়কের আহম্মেদপুর বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে রাজশাহীগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক সকালে উপজেলার আহম্মদপুর বাজার এলাকায় এলে সামনের চাকা ব্রাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই রাজশাহীর তানোর উপজেলার ভানুরা গ্রামের হামিদ মিয়ার ছেলে মোহাম্মদ জসীম (২৫) ও নাটোরের সিংড়া উপজেলার বড়বারইহাটি এলাকার সাইফুলের ছেলে শাহীন (২০) ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বনপাড়া হাইওয়ে পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) মাসুদ পারভেজ দুজনের মৃত্যুর কথা নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক করা হলেও ড্রাইভার পালিয়ে যায়।

(দ্য রিপোর্ট/এএস/নভেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর