thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সাতক্ষীরায় বিচারকের অপসারণের দাবিতে অনশন

২০১৩ নভেম্বর ২৮ ১৩:২৪:৩৮
সাতক্ষীরায় বিচারকের অপসারণের দাবিতে অনশন

সাতক্ষীরা সংবাদদাতা : জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফকরুদ্দিনের অপসারণের দাবিতে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মত আইনজীবীদের আমরণ অনশণ চলছে।

বিচারপ্রার্থী নারী, ভিকটিম ও বাদীদের বিচারিক সুবিধা প্রদানের নামে অনৈতিক সম্পর্ক স্থাপনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তার অপসারণের দাবিতে বুধবার জেলা আইনজীবী সমিতির সামনে অবস্থিত শহীদ মিনারে আমরণ গণঅনশন কর্মসূচি শুরু হয়।

এদিকে, ১৮ নভেম্বর বিচারক মো. ফকরুদ্দিন বাদী হয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি এম শাহ আলম ও সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারসহ ১৭ জন আইনজীবীর বিরুদ্ধে দায়ের করা দ্রুত বিচার আইনের মামলার সকল আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই হুমায়ন কবীর এ অভিযোগপত্র দাখিল করেন।

উল্লেখ্য, বিচার প্রার্থীদের হয়রানি, আইনজীবীদের সঙ্গে দুর্ব্যবহার, ঘুষ, অনিয়মসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাকে অপসারণের দাবিতে ১৭ নভেম্বর থেকে আইনজীবীরা আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছে।

(দ্য রিপোর্ট/এমআরইউ/নভেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর