thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ঠাকুরগাঁওয়ে বিএনপির ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

২০১৩ নভেম্বর ২৮ ১৩:৩১:৪২
ঠাকুরগাঁওয়ে বিএনপির ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ঠাকুরগাঁও সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ে গাড়ি পোড়ানোর অভিযোগে বিএনপির ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। বুধবার সন্ধ্যায় ঠাকুরগাঁও থানার পুলিশ বাদী হয়ে এই মামলা করেছে।

আসামিরা হলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল ইসলাম, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাফুরুল্লাহ, কৃষক দলের যুগ্ম সম্পাদক খুরশিদ আলম উজ্জল, ছাত্রদলের সভাপতি রাশেদ আলম লাবু, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ, পৌর ছাত্রদলের আহবায়ক নূরু ও যুবদলের জাহিদসহ ১৫০ জন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান জানান, তাদের ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার ওসি ফিরোজ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গত সোমবার রাতে তফসিল ঘোষণার পরপরই বিএনপির নেতাকর্মীরা শহরের বড় মাঠে থাকা মোটরসাইকেল ভাঙচুর করে ও একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনে।

(দ্য রিপোর্ট/এনএইচ/এফএস/এএস/নভেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর